নিউজ ফোর সাইড ডেস্ক ::মনোনয়ন পর্বের তৃতীয় দিনে এগরায় পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন সাংসদ দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুরের এগরা ২ BDO অফিস এবং এগরা ১ BDO অফিস পরিদর্শন করেন। পাশাপাশি তিনি দুটো ব্লকের BDO তথা ব্লক নির্বাচন অধিকারীকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা ও বলেন।
এদিন কুদিতে এগরা ১ বিডিও অফিসের সামনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের লোকেরা নির্বাচনের আদর্শ আচরণ বিধি মানছেন না। আমি আজকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে গেলাম। সেখানেও দেখলাম তৃণমূলের লোকজনেরা বিডিও অফিসের সামনের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করে বসে আছে। সেক্ষেত্রে বিডিওদের উচিত এক একদিন এক একটা পার্টিকে মনোনয়ন করতে দেওয়া হোক। সারা দুনিয়ায় ভোটে কোথাও অশান্তি হয়না একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া- এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেন দিলীপ ঘোষ।
No comments:
Post a Comment