নিউজ ফোর সাইড ডেস্ক :: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে আর একমাসও সময় বাকি নেই। এই পরিস্থিতিতে মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকে বিজেপিতে বড় ভাঙ্গন ধরালো তৃণমূল,শুরু রাজনৈতিক তর্জা।
সামনেই ভোট দলবদলও করছেন নেতারা। যা নিয়ে জেলার রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করতেই সবার তত্পরতা শুরু হয়েছে। তার মধ্যেই এমন ভাঙন নীচুতলায় বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু দল ছাড়া নয়, বিজেপি, কংগ্রেস ও সিপিএম ছেড়ে শতাধিক নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এগরার কসবাগোলাতে নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন এগরার বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতি। তবে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপি নেতা ও হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলা বিজেপির পর্যবেক্ষক অরুপ দাশ জানিয়েছেন, এই যোগদান শুধুমাত্র প্রহসন। নিজেদের দলের লোককে ঝান্ডা ধরিয়ে বলছে বিজেপির লোক তৃণমূলে যোগদান করেছে। পশ্চিমবঙ্গের চোর সরকারকে উৎখাত করার জন্য মানুষ সংঘবদ্ধ হচ্ছে।
No comments:
Post a Comment