নিউজ ফোর সাইড ডেস্ক :: সময় এবং সংবাদ পত্রিকা পরিবার আজ সমুদ্র সৈকত মান্দারমনি এলাকায় বসবাসকারী মৎস্যজীবীদের পুত্র কন্যাদের পাঠ্য সরঞ্জাম প্রদান করল। স্থানীয় আয়লা সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্যজীবী নেতা লক্ষ্মীনারায়ন জানা। ছাত্র ছাত্রীদের সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন মীন মিত্র পুরস্কার প্রাপক মীর মমরেজ আলি। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত ঘোড়াই, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী
বিশ্বরঞ্জন দাস ও কাঁথি পৌরসভার কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী। এলাকার দুঃস্থ পরিবারের স্কুল পড়ুয়ার হাতে প্রথম পাঠ্য সরঞ্জামের প্যাকেট তুলে দেন মীর মমরেজ আলি। এরপর এক এক করে একশ জন ছাত্র ছাত্রীকে প্রদান করা হয় দুটো খাতা , দুটো পেন, ব্যাগ, জলের বোতল ও মিষ্টির প্যাকেট। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক চিন্ময় গিরি। সংগীত পরিবেশন করেন সময় এবং সংবাদ পত্রিকা পরিবার সভাপতি মঞ্জুশ্রী পাল, মিনতী মাইতি, ও অয়ন জানা।
নৃত্য পরিবেশন করেন প্রত্যাশা ঘোড়াই,রাজন্যা প্রহরাজ ,শিবু প্রধান ও আরাত্রিকা মন্ডল। মাউথ অর্গান ও ভায়োলিন বাজিয়ে শোনান দিপালী মন্ডল ও অহন মন্ডল। পত্রিকার সম্পাদক অনিন্দ্য জানা বলেন, সাংবাদিকরা সংবাদ সংগ্ৰহ ও পরিবেশন করা ছাড়াও সামাজিক এবং সেবামূলক বহু কাজ করে থাকেন। আজ মৎস্যজীবী পরিবারের পাশে থাকার চেষ্টা করল মাত্র। এই অনুষ্ঠানে স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন।
No comments:
Post a Comment