নিউজ ফোর সাইড ডেস্ক :: গতকাল অর্থাৎ ১৬ই মে মঙ্গলবার মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের নিউট্রিশান বিভাগের অধ্যাপিকা প্রনতী বেরা ও মাস্টার ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র শুব্রত ঘোষের আয়োজনে সাড়ম্বরে উদযাপিত হল ছাত্র-ছাত্রীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান।
আরও দেখুন - মাকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ছেলে।
https://www.facebook.com/news4side?mibextid=ZbWKwL
উপস্থিত ছিলেন মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডঃ স্বপন কুমার মিশ্র, নিউট্রিশান বিভাগের বিভাগীয় প্রধান ডঃ অপূর্ব গিরি মহাশয় ও বিভাগের শিক্ষক-শিক্ষিকা – অয়ন মন্ডল, প্রবীর জানা, খোকন চন্দ্র গায়েন, তন্ময় কুমার গিরি, মোনালিসা রায়, শ্রুতি মন্ডল, প্রনতী বেরা, রিক্তা জানা, কেয়া দাশ প্রমুখ । উপস্থিত ছিল বিদায় নেওয়া সকল ছাত্র-ছাত্রী ও বিভাগে বর্তমান পাঠরত সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। অধ্যক্ষ মহাশয়, বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সর্ব প্রথম অধ্যক্ষ ডঃ স্বপন কুমার মিশ্র মহাশয়ের মূল্যবান বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
তারপর বিভাগের প্রধান ডঃ অপূর্ব গিরি মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখেন ও সকল বিদায় নেওয়া ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। একে একে বিদায় নেওয়া সকল ছাত্র-ছাত্রী তাদের বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষিকা ও তাদের ছোটো ছোটো ভাই, বোনেদের উদ্দেশ্যে । বিদায় নেওয়া ছাত্র-ছাত্রীরা নিউট্রিশান বিভাগে তাদের পড়াশোনার ফলে কতোটা উপকৃত হল তা তুলে ধরছে তাদের বক্তবের মাধ্যমে। বর্তমান পাঠরত ছাত্র-ছাত্রীরা বিদায় নেওয়া ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয় উপহার স্বরূপ তাদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের তোলা বাঁধানো ছবি, তাদের সংগৃহীত ঠিকানা নিয়ে একটি বাঁধানো বই এবং টিফিনের প্যাকেট। বিদায় নেওয়া ছাত্র-ছাত্রীরাও তুলে দেয় শিক্ষক-শিক্ষিকা ও বর্তমান পাঠরত ছাত্র-ছাত্রীদের হাতে উপহার ও টিফিনের প্যাকেট। সাংস্কৃতিক ( নাচ, গান, আবৃত্তি, নাটক ইত্যাদি) অনুষ্ঠানও আয়োজিত হয় বিদায় নেওয়া ও বর্তমান পাঠরত ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে। পরবর্তী পুনর মিলন অনুষ্ঠানে এই বিদায় নেওয়া ছাত্র-ছাত্রীরা আবার বর্তমান পাঠরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে মিলিত হবে এই সঙ্কপের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।।
No comments:
Post a Comment