নিউজ ফোর সাইড ডেস্ক :: দেশপ্রান এডুকেশন ফোরামের উদ্যোগে ক্যারিয়ার কাউন্সেলিং।
কাঁথি দেশপ্রান ব্লকে সটিকেশ্বর মডার্ন পাবলিক অ্যাকাডেমি স্কুলে উচ্চমাধ্যমিক ছাত্র ও ছাত্রীদের নিয়ে দেশপ্রান এডুকেশন ফোরাম একটি ক্যারিয়ার কাউন্সেলিং এর ব্যাবস্হা করলো। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি ও বনমালী চট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। ফোরামের সভাপতি তপন ঘোষ। সহ সম্পাদক বিপ্লব মান্না। আবদুল সাত্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ফোরামের সদস্য সন্দীপ দাস। এছাড়া কলকাতার ইঞ্জিনিয়ার কলেজ, নার্সিং কলেজ, মেডিক্যাল কলেজ, ল কলেজের এক্সপার্ট ও প্রতিনিধিরা এসে ছাত্র ও ছাত্রীদের কর্মদিশা ব্যাপারে আলোচনা করেন। বিভিন্ন এলাকা থেকে এই ক্যারিয়ার কাউন্সেলিং এ অংশগ্রহণ করেন প্রায় শতাধিক ছাত্র ও ছাত্রীরা। তারা জীবনের লক্ষ্যে কি কি বিষয়ে পড়তে চায় এই প্রোগ্রামে এক্সপার্টদের বলেন। ফোরামের সম্পাদক ও কসবাগোলা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক নজরুল আলি খান বলেন এই ফোরাম প্রতিবছরই ছাত্র ও ছাত্রীদের নিয়ে এই ক্যারিয়ার কাউন্সেলিং করে থাকেন। আমাদের গ্রামাঞ্চলে ছাত্র ও ছাত্রীদের কাছে এই ধরনের প্রোগ্রাম খুবই প্রয়োজন। এছাড়া উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম সদস্য সেক ইকবাল, প্রসেনজিৎ বেরা, সেক সাবার অভি মাইতি, সন্তু বেরা সহ প্রমুখ। সবশেষ ফোরাম কনভেনার দীপু খান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন এই ফোরাম পরিবার ছাত্র ও ছাত্রীদের যে কোনো সমস্যায় পাশে থাকবে।
No comments:
Post a Comment