নিউজ ফোর সাইড ডেস্ক :: সরস্বতী পুজো এবং কলেজের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার বকেয়া বিল মেটানোর দাবিতে আন্দোলনে নামল কলেজ পড়ুয়ারা। এদিন কাঁথি প্রভাত কুমার কলেজের ছাত্র সংসদের তরফে পড়ুয়ারা অধ্যক্ষের রুমের সামনে অবস্থান কর্মসূচি নেয়।
পরে তারা অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেয়। কলেজের চতুর্থ সেমিস্টারের পড়ুয়া শেখ রেহার আরিফ ও প্রকৃতি দোলাই বলেন," ২৬ জানুয়ারি সরস্বতী পুজো এবং ৩ মার্চ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কতৃপক্ষের অনুমোদন নিয়ে আয়োজন করা হয়েছিল।
তবু দীর্ঘদিন ধরে খরচের টাকা দেওয়া হচ্ছে না। এরফলে পাওনাদারেরা চাপ দিচ্ছে "। ৬ই এপ্রিল কলেজ পরিচালন কমিটির সভাপতি নির্দেশে কলেজের অধ্যক্ষ পরিচালন কমিটির মিটিং ডেকেছিল দুপুর দুটোর সময় কিন্তু কলেজ পরিচালন কমিটি মিটিং ৬এপ্রিল ২০২৩ হয়নি পরিচালন কমিটির সভাপতি নিজে মিটিং ডেকেও আসেননি। এরই জন্য মূলত আমাদের প্রতিবাদ।
No comments:
Post a Comment