নিউজ ফোর সাইড ডেস্ক :: বনমালীচট্টা হাইস্কুলের প্রধান করণিকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
আজ কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুলের প্রধান করণিক নিতাই চরন মন্ডলের চাকরিজীবন থেকে অবসরগ্ৰহন করেন গত ২৮-শে ফেব্রুয়ারী। সোমবার তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয় স্কুলের ছাত্র, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী সংসদ ও সোসাইটির পক্ষ থেকে। তিনি দীর্ঘ দিন যাবত্ উক্ত স্কুলে করণিকের দায়িত্ব পালন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, রমণী কান্ত পাত্র, দীপক মাইতি, বর্তমান শিক্ষক দেবব্রত মাইতি, অমিতাভ মণ্ডল, দেবাশীষ মহাপাত্র, প্রাক্তনী সংসদের সাধারণ সম্পাদক অজয় গিরি, সভাপতি শুকদেব জানা, রাজশেখর মন্ডল, শ্রীকৃষ্ণ ভূঁঞ্যা সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর তাঁর বক্তব্যে বলেন, নিতাই বাবু ছিলেন সত্যিকারের একজন কর্মবীর মানুষ। তাঁর কাছ থেকে কর্তব্যনিষ্ঠা ও নিয়মানুবর্তিতা সবার শিক্ষনীয়। তাঁর অভাব প্রতি মুহূর্তে এই বিদ্যালয় অনুভব করবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রদের দ্বারা আয়োজিত সরস্বতী পূজোর প্রীতিভোজে সবাই অংশগ্রহণ করেন।
No comments:
Post a Comment