Breaking News

Translate

Friday, February 24, 2023

বনমালীচট্টা হাইস্কুলে রীতি নীতি মেনে দই টিকা লাগিয়ে মাধ্যমিক দিতে গেল পরীক্ষার্থীরা।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: আবহমান কাল ধরে বনমালীচট্টা হাইস্কুলে চলে আসছে আশীর্বাদ প্রদানের এক বিশেষ রীতি।


  ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ বৃহস্পতিবার থেকে। চিরাচরিত পরম্পরা অনুযায়ী বৈদিক মন্ত্রোচ্চারণ ও জাতীয় সঙ্গীত মধ্যে দিয়ে বনমালীচট্টা হাইস্কুলের ছাত্রাবাসের এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের সফল হওয়ার আশীর্বাদ ও সংবর্ধনা জানানো হলো স্কুলের পক্ষ থেকে। ছাত্রদের পাশাপাশি উপস্থিত তাদের অভিভাবকরাও আপ্লুত এই ধরনের আশীর্বাদ প্রদান অনুষ্ঠানে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী, দইয়ের ফোঁটা যেমন শুভ তেমনই কপালে চন্দনের তিলক মনকে শান্ত রাখে, একাগ্রতা ও ধৈর্য্য বাড়ায় বলে মনে করা হয়।


বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র জানা, প্রাক্তন প্রধান শিক্ষক পীতাম্বর দাস ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে পরীক্ষার্থীদের কপালে দই ও চন্দনের ফোঁটা এঁকে দেয় নিতাই খাঁড়া ও সিনিয়র ছাত্ররা। আশীর্বাদ প্রদান করেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর, প্রাক্তন প্রধান শিক্ষক অশোক শূর, রমণী কান্ত পাত্র, গোপাল দীক্ষিত, দীপক মাইতি, বর্তমান শিক্ষক দেবব্রত মাইতি, অমিতাভ মণ্ডল, অশোক বর্মন, অজয় গিরি, পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919