নিউজ ফোর সাইড ডেস্ক :: এবার থেকে নিজের ছোটো বাচ্চাকে আর স্কুলে পড়াতে পারবেন না।পড়াতে হলে মাতে হবে সর্ত। সরকার এমনি পদক্ষেপ নিতে চলেছে। জেনে নিন কি সেই সর্ত- প্রথম শ্রেণিতে ভর্তি করাতে গেলে বাচ্চার ন্যূনতম বয়স হতে হবে ৬ বছরের বেশি। তা না হলে ক্লাস ওয়ানে ভর্তি নিতে পারবে না কোনো স্কুল। আজ, বুধবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এমনই নির্দেশ জারি করা হয়েছে।
জানা গেছে, এ বিষয়ে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অনুরোধ করা হয়েছে এছাড়াও প্রথম শ্রেণির আগে ২ বছরের প্রি-স্কুল এডুকেশন কোর্স শুরু করার।
এতদিন পর্যন্ত সর্বনিম্ন পাঁচ বছর বয়সেই শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারত। কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে তাতে পরিবর্তন আসতে চলেছে। বয়স ন্যূনতম ছ'বছর না হলে কোনও শিশু প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে না। অর্থাত্ প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একটি শিশুর বয়স হতে হবে কমপক্ষে ছয় বছর এক দিন। সরকারি-বেসরকারি সব স্কুলে ভর্তির ক্ষেত্রেই এই বয়সসীমা প্রযোজ্য হবে।
No comments:
Post a Comment