Breaking News

Translate

Thursday, February 23, 2023

কাঁথিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জল ও কলম দিয়ে শুভেচ্ছা জানাল বিজেপি।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ ২৩শে ফেব্রুয়ারী শুরু হলো ২০২৩ শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষা।এটি ছাত্ৰ-ছাত্ৰীদেৱ জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই

 আজ ভাৱতীয় জনতা পার্টি কাঁথি নগৱ মন্ডলেৱ পক্ষ থেকে ছাত্ৰ-ছাত্ৰীদেৱকে কলম ও জল প্ৰদান কৱা হয় কয়েকটি পরীক্ষা কেন্দ্রের সামনে।


এমনকি অভিভাবক ও অভিভাবিকাদেৱ বিশ্ৰাম নেওয়াৱ জন্যে - জাতীয় বালিকা বিদ্যালয়, ৱাখাল চন্দ্র বিদ্যাপীট,হৱিসভা বিদ্যালয়,খেত্ৰমোহন বিদ্যালয় এর কাছাকাছি অস্থায়ী প্যান্ডেল কৱা হয়েছে।


এদিন কাঁথি নগৱ মন্ডলেৱ পক্ষ থেকে ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার্থী দের শুভেচ্ছা জানানোর জন্যে কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবনএর সামনে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমাৱ দাস ও ৮ নম্বর ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর তথা শিক্ষক সীতারাম মাঝি ।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919