নিউজ ফোর সাইড ডেস্ক :: আজকের দিনে দাড়িয়ে আধুনিক সমাজ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাতে আগেকার দিনের বিভিন্ন আচার অনুষ্ঠান রীতি নীতি অনেক তাই বদলে যাচ্ছে।এমন কি রঙিন জগতে প্রতিদিনের উজ্জ্বল রঙিন আলোতে ম্লান হতে বসেছে পুরনো রেওয়াজ। তবে এখনও কোথাও কোথাও সেই পুরোনো ঐতিহ্য মানুষের চোখে পড়ে।
মকর সংক্রান্তি বাঙালি হিন্দু সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়।
এই দিন হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই মকর সংক্রান্তি উপলক্ষে আজ প্রায় ২০ বছর ধরে স্বপরিবার মিলে শ্রী শ্রী মা লক্ষ্মী-র আগমনে শিল্প সংস্কৃতি বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় চৈতন্যপুর তিরুপতি অফ্সেট প্রিন্টার্স এর কর্ণধার দুলাল মাইতি (বয়স ৮৭) ও তাঁর পরিবারের এর উদ্যোগে এই শিল্প সংস্কৃতির মেল বন্ধনে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে ছেন এলাকার সাধারণ মানুষেরা।
No comments:
Post a Comment