নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই বিডিও অফিসে সি.পি.আই(এম) এর ডেপুটেশন।
বালিঘাই এরিয়া কমিটির পক্ষ থেকে একটি গণ ডেপুটেশন দেওয়া হলো। কয়েক দিন আগে পাট্টা বিলি ও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ উঠেছিল এগরা ২ ব্লক প্রশাসনের বিরুদ্ধে। আজ শুক্রবার বিকালে আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে পথে নামেন বামেরা। তাঁদের কয়েক দফা দাবী নিয়ে বিডিও সাহেব কৌশিস রায় এর কাছে ডেপুটেশন দেয় বামফ্রন্ট। দাবিগুলির মধ্যে অন্যতম হলো - সমীক্ষকদের উপর তৃনমূলী নজরদারির বন্ধ করতে হবে, অযোগ্যদের বাদ দিয়ে তালিকা চূড়ান্ত করতে হবে, সমস্ত যোগ্য ব্যক্তির নাম আবাস যোজনার প্রাপক তালিকায় অর্ন্তভুক্ত করতে হবে, দুর্নীতি ও অর্থের বিনিময়ে শাসক দলের দলীয় কর্মীদের পাইয়ে দেওয়া আবাস প্লাস প্রাপকদের নাম বাতিল করতে হবে। যারা গরিব অসহায় মানুষ, যারা মাটির বাড়িতে থাকে তাঁদের অগ্রাধিকার দিতে হবে। এদিন বামফ্রন্টের পক্ষ থেকে তৃণমূলের আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে বালিঘাই বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সারা বাজার পরিক্রমা করে বিডিও অফিসে এসে শেষ হয়। এই বিক্ষোভ ডেপুটেশনে এগরা ২ ব্লকের কয়েকশো মানুষ যোগ দেন। এদিনের এই ডেপুটেসনে উপস্থিত ছিলেন কৃষ্ণপদ মাইতি, চন্দন পয়ড়া, সুদীপ্ত মাইতি, নাসের হোসেন বেগ, শুভেন্দু দাস, মালেক হোসেন প্রমূখ।
ব্লক অফিসে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য এগরা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। কিন্তু আজ BDO না থাকায় উত্তেজিত জনতা অফিসের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের সাথে উত্তেজিত জনতার বচসা বাধলে জয়েন্ট বিডিও এসে সবার সাথে কথা বলে পরিস্তিতি সামাল দেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
No comments:
Post a Comment