নিউজ ফোর সাইড ডেস্ক :: আগামীকাল কাঁথিতে হতে চলেছে শুভেন্দু অধিকারীর হাই ভোল্টেজ সভা।কিন্তু তার আগেই আইনি জটিলতার সৃষ্টি হয়েছে।হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সকাল ৭ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি দেয়নি প্রশাসন।
আগেই সেই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজা শেখর মান্থা বলেছিলেন, যাবতীয় বিধি মেনে সভা করলে সেখানে কোনও সমস্যা নেই। সমস্যা হলে সেক্ষেত্রে মামলা করা যাবে বলে অনুমতি দিয়েছিল হাই কোর্ট। বিজেপির আইনজীবীর অভিযোগ, হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সকাল ৭ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি দেয়নি প্রশাসন। বেলা ২ টো পর্যন্ত মাইক বাজানোর অনুমতি মিলেছে।আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতে দাড়িয়েছে বিজেপি। সম্ভবত আজ ওই মামলার শুনানি।
No comments:
Post a Comment