নিউজ ফোর সাইড ডেস্ক :: উত্তর কাঁথি বিধান সভায় দেশপ্রান ব্লকে ফুলেশ্বর দুরমুঠ হাই স্কুলে পার্শ্ব শিক্ষক অরুপ কুমার মাইতি গত শনিবার স্কুলের কাজে বি.ডি. ও অফিসে গেছিলেন। তার উপর ওই অফিসে ফুলেশ্বর গ্রামে দুইজন অধিবাসী পিন্টু আলি খান ও তরুন সখা মাইতির দ্বারা ওই পার্শ্ব শিক্ষক আক্রান্ত হন।
আর আজ তারই প্রতিবাদে ফুলেশ্বর স্কুলের প্রাক্তন ছাত্র, প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার শুভানুধ্যায়ীরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি লিখিত আকারে ডেপুটেশন দেন। এই ডেপুটেশনের নেতৃত্ব দেন স্কুলের প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য সেখ মফিজুল আলি। প্রাক্তন ছাত্র রাজেশ মাইতি। সেখ অমিত। সেখ সাজিদ সহ প্রমুখরা এবং প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য বলেন এইভাবে যদি শিক্ষক আক্রান্ত হন তাহলে আমাদের এলাকার বাইরে থেকে অন্যআন্য শিক্ষকরা ও পরবর্তীতে আক্রান্ত হতে পারে।এর ফলে আমাদের এলাকার ছাত্র ও ছাত্রীদের পঠন - পাঠনের ব্যাহত হতে পারে। এর আগে এই ভাবে কোনো শিক্ষক মহাশয়কে আক্রান্ত হতে দেখি নি।এটি একটি নজিরবিহীন ঘটনা। এই সমস্যার সমাধান যদি না হয়, তাহলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবো।
No comments:
Post a Comment