নিউজ ফোর সাইড ডেস্ক :: ২০২২ রাখি পূর্ণিমা ১১ ও ১২ তারিখ দুই দিন পালিত হবে।তবে বৃহস্পতি বারে এই উৎসব পালনের ভালো দিন। তবে কেমন ভেবে সাজাবেন এদিনের রাখীর থালা। রইলো বিষদ বিবরণ,
এইভাবে রাখি বন্ধনের আরতির থালা সাজান
১) রাখি
রাখির থালায় সুরক্ষা সুতো রাখুন। বিশ্বাস অনুসারে, ভাইয়ের কব্জিতে রাখি বাঁধলে অশুভ শক্তির বিনাশ হয়।
২) চন্দন
চন্দনকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তাই রক্ষাবন্ধনের থালায় চন্দন রাখুন। চন্দন দিয়ে তিলক করলে ভাইয়ের দীর্ঘায়ু হয় এবং তিনি অনেক ধরনের গ্রহ থেকে মুক্তি পেতে পারেন।
৩) অক্ষত
হিন্দুধর্মে, অক্ষত অবশ্যই প্রতিটি শুভ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। এই দিনে ভাইয়ের কপালে অক্ষত দিয়ে তিলক লাগান। এতে তাদের জীবন সুখে ভরে যাবে এবং নেতিবাচক শক্তিও শেষ হয়ে যাবে।
৪) নারকেল
প্রতিটি শুভ কাজে নারকেল ব্যবহার করা হয়। বিশ্বাস অনুসারে, রাখি বাঁধার সময় নারকেল ব্যবহার করলে ভাইয়ের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
৫) গঙ্গাজল
প্লেটে গঙ্গাজল ভর্তি একটি কলস রাখুন। এটা রাখা খুবই শুভ বলে মনে করা হয়। শুধুমাত্র এই বিশুদ্ধ জল দিয়ে টিকা দিন।
৬) বাতি
রক্ষাবন্ধনের শুভ উপলক্ষে বোনেরা প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করে, তাই প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই দিনে থালায় প্রদীপ জ্বালিয়ে রাখলে ভাই-বোনের ভালোবাসা থাকে সম্পূর্ণ পবিত্র।
৭)মিষ্টি
মিষ্টি ছাড়া রাখির থালা অসম্পূর্ণ। বিশ্বাস অনুযায়ী, এই দিনে ভাইয়ের মুখ মিষ্টি করালে সম্পর্কের মধুরতা বজায় থাকে।
৮) রুমাল
হিন্দু ধর্মে রাখি বাঁধার সময় আবরণ আবশ্যক। বোনেরা রাখি পরানোর সময় ভাইয়ের মাথা যেন কোনও কাপড়ের টুকরো, রুমালে ঢাকা থাকে। এই নিয়মকে শুভ বলে মনে করা হয়।
No comments:
Post a Comment