নিউজ ফোর সাইড ডেস্ক:: হওয়া অফিস সূত্রে খবর, সোমবার (৯ মে) মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ১০৫-১১৫ কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনও কখনও দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। মঙ্গলবার (১০ মে), পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কাছে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৯৫-১০৫ কিলোমিটার।
মাঝে মাঝে দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১১৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কখনও কখনও দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারে পৌঁছে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার (১১ মে), উপকূলবর্তী ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কখনও কখনও দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে।
No comments:
Post a Comment