নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে তামিলনাড়ুতে ঘটে যাওয়া ছাত্রী খুনের প্রতিবাদে খেজুরি নগর ইউনিট এর ব্যবস্থাপনায় খেজুরির অন্তর্গত হেঁড়িয়া চৌরঙ্গী মোড়ে পথ অবরোধ ও বিক্ষোভ দেখায় ABVP কার্য কর্তারা । কার্য কর্তাদের দাবি দিকে দিকে খ্রিস্টান আগ্রাসন ও ধর্মান্তকরণের যে প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং তামিলনাড়ু ঘটে যাওয়া লাবণ্যের হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এছাড়াও গ্রেপ্তার হওয়া এবিভিপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদিকা নিধি ত্রিপাঠি সহ সমস্ত জন কার্যকর্তা নিঃশর্ত মুক্তির দাবি জানায়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয়। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ABVP পূর্ব মেদিনীপুর জেলার জেলা প্রমুখ চন্দ্রশেখর পড়িয়া। দক্ষিণবঙ্গ প্রান্তের SFS কনভেনার দিব্যেন্দু সামন্ত।জেলা সহ প্রমূখ মধুসূদন পাত্র। জেলা সহ সংযোজক প্রলয় দাস।
No comments:
Post a Comment