Breaking News

Translate

Thursday, January 6, 2022

প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রামনগরে।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: রামনগর : প্রসূতির মৃত্যুর ঘটনায়, চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রামনগরে। শহরের ব্রিজ সংলগ্ন ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ ফেটে পড়েন মৃতের আত্মীয়-পরিজন। 


খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের নাম কবিতা মান্না জানা (৩২)। বাড়ি রামনগর থানারই হলদিয়া পাটনা গ্রামে।   পরিবারের লোকেরা জানিয়েছেন, প্রসব যন্ত্রণা শুরু হলে মঙ্গলবার রাতে ওই নার্সিংহোমে ভর্তি করা হয় কবিতাদেবীকে। রাতে সিজার করে যমজ পুত্র সন্তান প্রসব করান নার্সিংহোমের চিকিৎসক। তারপরও প্রসূতি সুস্থ্ ছিলেন।চিকিৎসা চলছিল নার্সিংহোমে। বুধবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রসূতি। তড়িঘড়ি কলকাতা রেফার করে দেওয়া হয় রোগীকে। রাস্তায় নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়।


 বুধবার সকালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভ শুরু করেন রোগীর পরিবারের লোকজন। ঘটনায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। যমজ শিশুকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে অন্যত্র।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919