নিউজ ফোর সাইড ডেস্ক :: NSQF প্রশিক্ষক ও শিক্ষা কর্মী ছাঁটাই এর প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার ডী এম অফিসের সামনে দীর্ঘ ৪২ দিন অবস্থান কামসুচি চলছে। সংশ্লিষ্ট কর্মীদের দাবী বার বার কয়েক্ দফা দাবি নিয়ে কারিগরি ভবন কারিগরি মন্ত্রীর দারস্ত হোয়েও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।
ইতিমধ্যে ডি এম অফিসের সামনে আজ সন্ধ্যা নাগাদ হটাৎ হাজির হন রাজ্যের DYFI এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী।তিনি উপস্থিত প্রশিক্ষক ও ল্যাব এসিস্ট্যান্ট দের কাছে সমস্ত কিছু সোনার পর বলেন এই লড়াই কঠিন লড়াই দীর্ঘ দিন চলতে পারে।আমরা আপনাদের সাথে আছি।রাজ্যের বর্তমান সরকার আপনাদের সাথে খারাপ ব্যবহার করছেন।চারদিকে দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে।তবে আমরা আপনাদের সাথে নিয়ে লড়াই চালিয়ে যাবো।
No comments:
Post a Comment