Breaking News

Translate

Saturday, December 4, 2021

BRAKING! নন্দীগ্রামে ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ব্লকের রিয়াপাড়া- তেরপেখ্যায় রাস্তায় মঙ্গলচকে  এক স্কুল ছাত্রীকে ডাম্পার ধাক্কা মারে। ঘটনাস্থলে ওই ছাত্রী প্রাণ হারায়। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।


 

স্থানীয় সূত্রে জানা যায় মংলাচক চরের  বৈশাখী বর্মন (১১)  স্থানীয় শিক্ষকের কাছে টিউশন পড়তে যাওয়ার সময় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। প্রতিদিন রাস্তায় বেপরোয়া গতিবেগে গাড়ি চলছে প্রশাসনকে বুড়ো আংগুল দেখিয়ে।সেই সঙ্গে দৌরাত্ম বেড়েছে বলি বোঝাই ডাম্পার গুলির।যার জেরে প্রতিদিন কোথাও না কোথাও পথ দুর্ঘটনার খবর সোনা যাচ্ছে। সেভ ড্রাইভ সেভ লাইফ এখন শুধু পোস্টার। ঢাকঢোল পিটিয়ে বছরের বিভিন্ন সময় যেখানে সেখানে দেখাযায় সেভ ড্রাইভ সেভ লাইফ এর বড়ো বড়ো ব্যানার লাগানো মঞ্চ। প্রশাসন সঠিক ভাবে সবকিছু মানলে এবং সাধারণ মানুষ সচেতন হলে এমন ধরনের মর্মান্তিক ঘটনা হয়ত অনেক কম হতো।


অন্যদিকে সাত সকালে ছাত্রীর এমন হৃদয় ব্যথিত দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919