নিউজ ফোর সাইড ডেস্ক :: সাইকেল-আরোহী এক ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়ে গাড়ি নামলো নয়নযুলিতে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি সংলগ্ন বেতলিয়ার কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে কলকাতার এক পরিবার দীঘার উদ্দেশ্যে এসেছিলেন । বেতলীয়া কাছে এই দুর্ঘটনা কবলে পড়তে হয় কলকাতা থেকে আসার যাত্রী গাড়িটিকে এই গাড়িতে পরিবারের পাঁচজন সদস্য ছিলেন।যার মধ্যে দুজন মহিলা ও তিন জন পুরুষ।তবে চরম দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সকলেই।
No comments:
Post a Comment