Breaking News

Translate

Tuesday, December 21, 2021

আবারো উত্তপ্ত ময়না থানার বাকচা।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: আবারো উত্তপ্ত বাকচা । ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল গ্রামে পুলিশ ক্যাম্প এর ঢিল ছোড়া দূরত্বে স্থানীয় এক ব্যক্তি কে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি নেতা বিজয় ভুঁয়া , নাড়ু মণ্ডল নেতা কর্মীদের বিরুদ্ধে। আহত ওই ব্যক্তির নাম বেঙ্গল মন্ডল বাড়ী গোরামাহাল গ্রামে।


 অভিযোগ আজ সকালে সজল ধারার কাজ করতে যাওয়ার সময় অতর্কিত হামলা চালায় বিজেপির কয়েকজন স্থানীয় নেতা কর্মী। মেরে হাত পা ভেঙে ফাঁকা যায়গায় নদী বাঁধের উপরে ফেলে দিয়ে জায়। জানা গেছে ওই ব্যক্তির বড় ছেলে তৃণমূলের সাথে যুক্ত। সেই রাগে বাবার উপর হামলা চালানো হয়। যদিও বড় ছেলে পারিবারিক সূত্রে আলাদা ভাবে থাকেন বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে গড়ামহাল  গ্রামেরই পুলিশ ক্যাম্প থেকে পুলিশ উদ্ধার করে প্রথমে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কজনক হওয়াই পরবর্তীতে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে ময়না থানার পুলিশ। ময়না তৃনমূল নেতা তথা পুর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের কৃষি কর্মধ্যাক শাজাহান আলি অভিযোগ কারন বিজেপি সন্ত্রাস কায়েম করার জন্যে প্রত্যেক দিন তৃনমূল কর্মিদের উপরে হামলা চালাচ্ছে এমন কি সরকারী কাজ  সজল ধারা কাজে যুক্ত মানুষ দের ও বাদ দিচ্ছে না। পুলিশ কে জানিয়েছি দ্রুত বেবস্থা নিতে। অন্য দিকে বিজেপি নেতা আশিষ মণ্ডল এই অভিযোগ অস্বিকার করেছেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919