নিউজ ফোর সাইড ডেস্ক :: লাইন পারাপার করতে গিয়ে প্রহরী বিহীন ক্রসিংয়ে মেছেদা গামী লোকাল ট্রেন এর সাথে প্রাইভেট কার এর ধাক্কা।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। স্থানীয় সূত্রে জানা গেছে লাইন পারাপার করার সময় হটাৎ করে গাড়ির চাকা স্লিপ করে রেললাইনে আটকে যায়। তাৎক্ষ নাত বিপদ বুঝতে পেরে গাড়ি থেকে ঝাঁপ মারে গাড়ির চালক। ততক্ষনে ট্রেন এসে গাড়িটিতে ধাক্কা মারে।
গাড়িটিকে প্রায় ৫০০ মিটার ঠেলে নিয়ে গিয়ে দাঁড়ায় ট্রেনটি। তমলুক থানার অন্তর্গত নারায়নপুর এলাকার প্রতাপখালী খাল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর ট্রেন দাঁড় করিয়ে এলাকার মানুষ ওই স্থানে রেল গেটের দাবিতে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ ও রেলপুলিশ আসে। উপস্থিত বুদ্ধির জেরেই এমন ভয়াবহ ঘটনায় কেউ আহত নেই।
No comments:
Post a Comment