নিউজ ফোর সাইড ডেস্ক :: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল" কাঁথি ইউনিটের পক্ষ থেকে আজ বিকেল ২.৩০ মিনিট নাগাদ বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পৌর প্রশাসক হারিসাধন দাস অধিকারী,দেবাশিস পাহাড়ি,লিগ্যাল সেলের চ্যেয়ার ম্যান শুভেন্দু বিকাশ বেরা, রাজিব সড়ঙ্গী,তপন কুমার মাইতি,অরূপ পাইক,কৃষ্ণা দাস চাকি,বিদিশা মাইতি, দীপান্বিতা বেরা সহ অন্যান্য আইনজীবী গণ।
এই অনুষ্ঠানে সঞ্জয় মিশ্র তার বক্তব্যে বলেন আইনজীবীরাও একজন মানুষ তাঁদেরও বিভিন্ন কাজ কর্ম থাকে।সেই সঙ্গে দলের দলীয় কর্মসূচিতে অংশ নিতে হবে।সেই সঙ্গে শৃঙ্খলা পারায়ান হতে হবে। সামনেই কাঁথি পৌর সভার নির্বাচন তার দিকে সবাইকে নজর রাখতে হবে।এই সংগঠন যাতে আরও সুদৃঢ় হয় সেদিকেও নজর রাখতে হবে আমাদের সবাইকে।
অরূপ পাইক তার বক্তব্যে বলেন দীর্ঘদিন ধরে লিগ্যাল সেলের কোনো সভ্য হয় নি।আজ এই সভায় পুর প্রশাসক এবং অন্যান্য অনেকে উপস্থিত হয়েছেন এটা অত্যন্ত আনন্দের। লিগ্যাল সেল যেনো একটা বড় ইউনিট হয়ে থাকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সঞ্জয় মিশ্র।
No comments:
Post a Comment