Breaking News

Translate

Sunday, December 12, 2021

প্রধান মন্ত্রীর কর্মসূচি ঘিরে ঢাকঢোলে মাতলো কাঁথি শিবশক্তি শিবসেনা।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: আগামীকাল সোমবার নবরূপে সজ্জিত কাশী বিশ্ব নাথ ধাম উদঘাটন করবেন দেশের প্রধান মন্ত্রী দামোদর দাস নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে ভারত বর্ষের সমস্ত শিব মন্দিরে পূজা অর্চনা গাজন শিবের মাথায় জল ঢালা বিভিন্ন ধর্মীয় কর্ম সূচি পালিত হচ্ছে দুদিন ব্যাপি ১২ ও ১৩ তারিখ।


এই কর্মসূচি উপলক্ষে কাঁথি ১০ নম্বর ওয়ার্ডে শিবালয় মন্দির থেকে ৮ নম্বর শেরপুর শিবালয় মন্দির পথযাত্রা শেষ হয় এবং পূজার্চনা সমাপ্তি হয়। উক্ত দুটি মন্দিরে পূজা আর্চনা দিয়ে ই শুভ সুচনা হয় আজ।


এদিন উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ও নগর নেতৃত্ব, অসীম মিশ্র, নবীনপ্রধান, রমাকান্ত প্রধান, চন্দ্র শেখর মন্ডল, সোমনাথ রায়, মুনমুন দাস, মানিক দাস, জয়েস ভৌমিক, ধীরেন্দ্রনাথ পাত্র, প্রকাশ মাইতি প্রমুখ।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919