নিউজ ফোর সাইড ডেস্ক :: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এলাকায়। এগরা বাজকুল রাজ্য সড়কে আজ সকাল সাতটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম সুনির্মল মাইতি। বয়স ৪৭ বছর। বাড়ি ভগবানপুর থানার খাজুরআড়ী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক পেশায় দিনমজুর। সুনির্মল বাড়ি রং করার কাজ করতে অন্য দুই সঙ্গীর সাথে মোটরসাইকেল চেপে গান্ধীরোড়ের দিকে যাচ্ছিলেন। ভগবানপুর ও বাড় ভগবানপুরের মাঝে মনসাতলার কাছে বাজকুলগামী লরিটিকে অতিক্রম করছিল ওদের মোটরসাইকেল। এমন সময় হঠাৎই একটি সাইকেল লরির সামনে চলে এলে লরিটি সামান্য ডান দিকে চেপে আসে। তখনই মোটরসাইকেলের লুকিং গ্লাস লেগে যায় লরির গায়ে। আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরসাইকেল আরোহী।
লরির চাকার তলায় পড়ে যায় মোটরসাইকেলের দুই যাত্রী। তাদেরই একজনএর ওপর দিয়ে লরির পেছনের চাকা চলে যায়। ওই ব্যক্তিকে ভগবানপুর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে, মোটরসাইকেল চালক ও অপর যাত্রী মোটামুটি অক্ষত রয়েছেন। তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় মৃতের পরিবার ও এলাকার মানুষদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
No comments:
Post a Comment