নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে দক্ষিণ কাঁথি বিধানসভায় বেলা ২টায় কাঁথি মেছেদা বাইপাস থেকে কাঁথি হেড পোস্ট অফিস মোড় পর্যন্ত কেন্দ্র সরকার পেট্রোল ডিজেল দাম কমানোর সত্যেও রাজ্যে পেট্রোল ডিজেল দাম না কমায় বিক্ষোভ পদযাত্রার করে বিজেপি।
এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর এছাড়াও ছিলেন কাঁথি সাংগাঠনিক জেলা সভাপতি অনুপ কুমার চক্রবর্তী, ও প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুঅধিকারী,জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র, তাপস দলই, সুধাম পণ্ডিত, সহ সভাপতি রমাকান্ত প্রধান, সোমনাথ রায়,সম্পাদক নবীন প্রধান, মানিক দাস, কল্লোল কর, জেলা মহিলা মোর্চা সভা নেত্রী মৌমিতা দাস, জেলা সদস্য ধীরেন নাথ পাত্র, মুনমুন দাস, সহ প্রায় ,১০০০ বিজেপি কর্মী সমর্থক।
No comments:
Post a Comment