Breaking News

Translate

Monday, November 29, 2021

এবার দামী হচ্ছে ফোনের রিচার্জ প্ল্যান।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: জ্বালানি গ্যাস,ডিজেল,পেট্রোলের পর এবার অসস্তি বাড়ালো টেলিকম ট্রেড।অনেকটাই দামী হচ্ছে টেলিকমের প্ল্যান গুলি। এই বর্ধিত দাম কার্যকারী হবে আগামী ডিসেম্বরের 01 তারিখ থেকেই।



প্রথমে জেনে নিন রিলায়েন্স জিও JioPhone-এর প্ল্যানের ব্যাপারে। 75 টাকা দাম ছিল এই প্ল্যানের। দাম বাড়িয়ে করা হয়েছে 91 টাকা। আগের মতোই 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে এই প্লানে। তার সাথে প্রত্যেক মাসে 3GB ডেটা থাকছে। থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। আর মোট 50 টি SMS ব্যবহারের সুবিধা।


এবার দেখে নেওয়া যাক রিলায়েন্স জিও আনলিমিটেড ভয়েস এবং ডেটা প্ল্যান গুলির দামের কেমন পার্থক্য হয়েছে। 129 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 155 টাকা। 28 দিনের ভ্যালিডিটি যুক্ত এই প্ল্যানে প্রতি মাসে 2GB ডেটা পাওয়া যাবে। থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং তার সাথে মোট 300 টি SMS ব্যবহারের বেনিফিট।



149 টাকায় প্রিপেড প্ল্যানটির দাম বাড়িয়ে করা হয়েছে 179 টাকা। প্ল্যানটিতে প্রত্যেকদিন 1GB করে ডেটা পাওয়া যাবে। পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং প্রত্যেকদিন 100 টি করে SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যান্টের ভ্যালিডিটি 24 দিন।


199 টাকার প্রিপেইড প্ল্যানের  দাম বাড়িয়ে করা হয়েছে 239 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। পাওয়া যাবে প্রত্যেকদিন 1.5GB করে ডেটা। তারই সাথে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা থাকছে। পাওয়া যাবে প্রত্যেকদিন 100 টা করে SMS।


249 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 299 টাকা। প্রত্যেকদিন 2 GB ডেটা পাওয়া যাবে। পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। প্রত্যেকদিন 100 টা করে SMS রয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।


রিলায়েন্স জিও তাদের 399 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করেছে 479 টাকা। 56 দিন এই প্ল্যান্টের ভ্যালিডিটি। প্রত্যেক দিনে পাওয়া যাবে 1.5GB করে ডেটা। থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। এবং প্রত্যেক দিনে 100 টি করে SMS।


444 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 533 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। প্রত্যেকদিন পাওয়া যাবে 2 GB করে ডেটা। সাথে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং প্রত্যেকদিন 100 টা করে SMS এর বেনিফিট।

 329 টাকা প্ল্যানটির দাম বাড়িয়ে করা হয়েছে 395 টাকা। এই প্ল্যান্টের ভ্যালিডিটি 84 দিন। 6 GB ডেটা পাওয়া যাবে এই প্ল্যানে। তার সাথে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা থাকবে এবং পাওয়া যাবে 1000 টি SMS। 

555 টাকার প্ল্যানটির দাম বাড়িয়ে হয়েছে 666 টাকা। এর ভ্যালিডিটি 84 দিন। প্রত্যেকদিন 1.5 GB করে ডেটা পাওয়া যাবে। সাথে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং প্রতিদিন 100 টি করে SMS।


599 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 719 টাকা। ভ্যালিডিটি 84 দিন। প্রত্যেকদিন পাওয়া যাবে 2 GB করে ডেটা। সাথে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং প্রত্যেক দিনের জন্য 100 টা করে SMS।


এর পরে দেখে নেওয়া যাক 1,299 টাকার প্ল্যানের ব্যাপারে। এই প্ল্যান্টের দাম বেড়ে হয়েছে 1,559 টাকা। প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। পাওয়া যাবে 24 GB ডেটা। সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা এবং 3660 টি SMS।


2,399 টাকার প্ল্যান এর দাম বেড়ে হয়েছে 2,879 টাকা। ভ্যালিডিটি 365 দিন। প্রত্যেকদিন পাওয়া যাবে 2GB করে ডেটা। সাথে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং 100 টি SMS এর বেনিফিট।


এছাড়াও 51 টাকার এড অন প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 61 টাকা। যার মধ্যে পাওয়া যাবে 6 GB ডেটা। 101 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 121 টাকা। এর মধ্যে পাওয়া যাবে 12 GB ডেটার বেনিফিট। 251 টাকার ডেটা এড অন প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 301 টাকা। এর মধ্যে পাওয়া যাবে 50 GB ডেটা। এই প্যাকটির ভ্যালিডিটি 30 দিন।




No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919