নিউজ ফোর সাইড ডেস্ক :: গত ১৩ ই নভেম্বর শনিবার রাতে গ্রামের স্থানীয় অষ্টমীর কালীপুজোর ঘটোত্তোলনের শোভাযাত্রা থেকে এক বিজেপি কর্মী কে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার অন্তর্গত এলাকায়।মৃত ব্যক্তি কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর বিধানসভা বাসুদেব বেরিয়া অঞ্চলের ১১৪ নম্বর খাটিয়াল বুথের সাধারণ সম্পাদক ভাস্কর বেরা ।সূত্রে খবর শনিবার রাতে বাসুদেব বেরিয়া অঞ্চলের ১১৪ নম্বর খাটিয়াল বুথের কালীপূজা উপলক্ষ্যে ভাস্কর বেরা নামে বিজেপির কর্মী মায়ের ঘট উত্তলনের জন্য যাওয়ার সময় তৃণমূলের হার্মাদরা তাকে ফাঁকের দিকে ডেকে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে ও সেখানে পিটিয়ে মেরে ফেলে বলে এমনই অভিযোগ করেছেন বিজেপির সংঘঠন।
No comments:
Post a Comment