নিউজ ফোর সাইড ডেস্ক :: ছট পূজায় মেতে উঠলো কাঁথি বাসী গতকাল অর্থাৎ ১০ তারিখ বিকেল থেকে শুরু হয় সাধুজনা পুকুরপাড়ে ছট পূজার অনুষ্ঠান। যার সমাপ্তি হয় আজ ১১ তারিখ।
এদিন সকাল সাতটায় ছট পূজা উপলক্ষে সাধুজনা পুকুর পাড়ে উপস্থিত হয় প্রায় ৩৫ টি পরিবার। ছট পূজা উৎসব কমিটির ব্যবস্থাপনায় সারারাত ব্যাপী প্রাসাদ তৈরি হয়। ছট পুজোর বিশেষত্ব হচ্ছে সূর্যদেবের আরাধনা। যার শুভারম্ভ হয় গতকাল সূর্যাস্তের আরতি র মাধ্যমে। আজ তার দ্বিতীয় দিন ও শেষ দিন। এই পুজোর প্রধানপ্রসাদ ঠেকুয়াও গোটা ফল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি রাম রতন সাউ, সহসভাপতি সন্তোষ সাউ, সম্পাদক অমিত সিং, রতনলাল সাউ কোষাধক্ষ্য সহ অন্যান্য সদস্য বৃন্দ।
No comments:
Post a Comment