নিউজ ফোর সাইড ডেস্ক :: নবমীর রাতে কাঁথি শহরে দেখা গেলো এক মানবিক দিক। কাঁথি পৌরসভার বর্তমান পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারীকে কন্টাই নান্দনিক ক্লাবের সকল সদস্য থেকে শুভ মহা নবমী শারদীয়া প্রীতি শুভেচ্ছা জানান। মায়ের মুখের প্রতীকী স্মারক ও একটি ফুলের তোড়া তার হাতে তুলে দেন ক্লাবের সদস্যরা। সেই সম্মান সাদরে গ্রহন করেন হারিসাধান দাস অধিকারী।
অন্যদিকে এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হতেই শুরু হয় জল্পনা। এর প্রধান কারণ হলো এই পুজোতে ওতপ্রোত ভাবে যুক্ত শান্তি কুঞ্জের অধিকারী পরিবার যা সকলের জানা।এই পরিবারের মেজো ছেলে ও ছোট ছেলে রাজনীতি গত ভাবে বিজেপির সাথে যুক্ত।আবার মেজোছেলে শুভেন্দু অধিকারী বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা। প্রশ্ন উঠছে তৃণমূল পরিচালিত কাঁথি পৌরসভার প্রশাসক কেনো সেই মণ্ডপ থেকে স্মারক গ্রহন করলেন আর যে ফুলের তোড়া তিথীকে দেওয়া হয়েছে তাতে কেনো এত পদ্ম? কেনো নেই তাতে গোলাপ?
সূত্রে খবর এই বিষয়ে পৌর প্রশাসকের তেমন কোনো প্রতিক্রিয়া নেই। তবে নবমীর রাতের এই ঘটনায় রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়নের সৃষ্টি হয়েছে।
No comments:
Post a Comment