নিউজ ফোর সাইড ডেস্ক :: সপ্তমীর সকালে লাইনচ্যুত ট্রেন।
আজ বাঙালির বড়ো উৎসব দুর্গা পূজার মহা সপ্তমী।এইদিন সকালে তমলুকের রঘুনাথ বাড়ি রেল স্টেশনের কাছে বড়োসড়ো দুর্ঘটনার কবলে পড়ল মাল বোঝাই ট্রেন।এর জেরে বেশ কিছু সময় বিঘ্নের মুখে পড়ে রেল পরিষেবা।তবে কেনো এই দুর্ঘটনা তা নিয়ে তদন্তে নেমেছে রেল দপ্তর।
No comments:
Post a Comment