নিউজ ফোর সাইড ডেস্ক :: বাঙালিদের বড়ো উৎসব দুর্গা পুজা। এই পূজাকে কেন্দ্র করেই বাঙালিরা আনন্দে মেতে উঠে। সারাবছর অপেক্ষায় থাকে সবাই এই কয়েকদিনের জন্যে।
অন্যদিকে কিছু মানুষ এই পুজো থেকে অনেক টাই দূরে থাকেন। তাদের নিজেদের কিছু ভুলের জন্য সমাজে সবার সাথে এই পুজোতে থাকতে পারেন না।
তাদের কথা মাথায় রেখে আজ মহা পঞ্চামীতে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি সকাল ১০ টা নাগাদ কাঁথি উপ সংশোধনাগারের সামনে জেলের বিধি নিষেধ মেনে কর্তৃ পক্ষের হাতে মহিলাদের জন্যে কিছু কাপড় এবং পুরুষদের জন্যে কিছু গেঞ্জি উপহার তুলে দেন।এই পুজোর আনন্দ সবাই যাতে একসাথে ভাগ করে নেন সেই বার্তাও তিনি তুলে ধরেন।
No comments:
Post a Comment