Breaking News

Translate

Wednesday, October 27, 2021

কাঁথিতে হুড়মুড়িয়ে ভাঙলো বাড়ি,রক্ষা পেলো পরিবার।



নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সকাল সাড়ে দশটা নাগাদ কাঁথি পৌরসভার আঠিলাগড়ি গ্রামের ১৬ নং ওয়ার্ডের  স্বর্গীয় পঞ্চানন দাস এর কাঁচা- পাকা  টালীর বাড়ির  একাংশ  হঠাৎ ভেঙ্গে পড়ে ।যদিও কোনো হতাহত হয়নি। তবে পঞ্চানন বাবুর ছোট ছেলে  সুভাষ চন্দ্র দাসের বক্তব্য " বারবার ওয়ার্ড কমিটি কে মৌখিক জানানো সত্ত্বেও উনারা কোনো দৃষ্টি পাত করেননি আমাদের এই ভগ্নপ্রায় বাড়ির কোনো সুরাহার। 


সুভাষ বাবু এও বলেন সরকারি অনুদানের মাধ্যমে আমরা মধ্যবিও শ্রেণীর মানুষের কি " ঘর" পাবো না ? এর  উওর কে দেবে ? বর্তমান পরিবার নিয়ে কীভাবে দিন করবেন সেই নিয়ে চিন্তিত সুভাষ বাবু। বার বার নিম্ন চাপের কারণে বৃষ্টি হচ্ছে তাই মাথার উপর মজবুত ছাদ না থাকলেও বৃষ্টি সহ সামনে শীতের আগমনে কেমন থাকবেন সুভাষ দাস?

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919