নিউজ ফোর সাইড ডেস্ক :: ৪০ বছর ধরে নবারুণ সংঘ পরিচালিত ফুটবল টুর্নামেন্টের আজ শুভ উদ্বোধন করেন ক্লাবের এর কর্ণধার রমাকান্ত প্রধান, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, সমাজসেবী শঙ্কর দাস, সভাপতি শিবু পদ নায়ক, সহ সম্পাদক দূর্গা পদ নায়ক, সঙ্গে আরেক ক্লাব ছিল মিতালী সংঘের সম্পাদক রমেশ কুমার দাস, সদস্য বৃন্দ, দর্শক ছিল চোখে পড়ার মতন ভিড়, স্যানিটাইজার ও মাক্স বিতরণ করেন বিধায়ক ও ক্লাব সদস্য বৃন্দ, পলিথিন বর্জন কর্মসূচি আজ থেকে শুরু করলেন বিধায়ক সাহেব নিজেই এবং ক্লাব সদস্যবৃন্দরা থেকেই চলবে ৩১ তারিখ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ৭৫ বছর উপলক্ষে যে বার্তাটা দিয়েছিলেন সেই বার্তাটা পুরো গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ার দায়িত্ব গ্রহণ করলেন কন্টাই মিতালী সংঘ বাগডিয়া গ্রামে ১ নং ব্লকের মধ্যে সাবাজপুট গ্রামের মধ্যে এই ক্লাবটি অবস্থিত। সহযোগিতা করেন নেহেরু যুব কেন্দ্র সংগঠন তমলুক।
আজ দুই প্রতিদ্বন্দ্বী দল অংশগ্রহণ করে কন্টাই ABCD ক্লাব ও সেভেন স্টার ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
আজকের খেলায় CONTAI ABCD CLUB ট্রাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করে।
No comments:
Post a Comment