নিউজ ফোর সাইড ডেস্ক :: গতকাল কাঁথি এক নম্বর ব্লকের সাবাজ পুট অঞ্চলের অন্তর্গত বাগডিয়া মিতালি সংঘের ব্যবস্থাপনা কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষ।
প্রবীণ নাগরিক, মাতৃজাতির ছোট ছোট ছেলে মেয়েদের প্রায় ২০০ শত ধূতি,শাড়ী জামা প্যান্ট চোস্তা পাঞ্জাবি ও প্রসাদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির সম্মানীয় বিধায়ক অরুপ কুমার দাস প্রক্তন গ্ৰাম পঞ্চায়েত সদস্য ও ক্লাবের সভাপতি রমাকান্ত প্রধান সম্পাদক রমেন কুমার দাস আইন জীবি প্রবীর কুমার দাস শিক্ষক অরুণকুমার প্রতি ধীরেন্দ্র নাথ দাস, নিশীথ দাস, হরিপদ জানা, লক্ষণ পত্র, পীযূষ বিড়িং ,রঞ্জন দোলাই, গোপাল দাস ,স্বপন কুমার দাস, অরুণ প্রধান প্রমুখ সদস্য বৃন্দ। এছাড়াও আজ ও আগামীকাল ধারাবাহিকভাবে অনুষ্ঠান চলতে থাকবে।
No comments:
Post a Comment