নিউজ ফোর সাইড ডেস্ক :: কর্মরত অবস্থায় বড়সড় দুর্ঘটনার কবলে নন্দকুমার থানার দুই সিভিক ভলেন্টিয়ার।
৫ অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নন্দকুমার থানা এলাকার নারকেলদা মোর ট্রাফিক সিগনালে ট্রাফিকের দায়িত্ব সামলাতে ছিলেন ওই দুই সিভিক ভলেন্টিয়ার। নন্দকুমার থানা সূত্রে জানা যায় ওই দুই সিভিক ভলেন্টিয়ার এর নাম সন্দীপ নায়েক ও নারায়ণ চন্দ্র মাইতি। মধ্য তিরিশের দুই সিভিক ভলেন্টিয়ার রাস্তার পাশে ট্রাফিক বুথ থেকে ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণ করছিল।
সেই সময় হলদিয়াগামী একটি সিমেন্ট কারখানার জন্য কয়লা পোড়া ছাই নিয়ে যাওয়ার বড় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাফিক বুথের ধাক্কা মারে। ট্রাফিক বুথ সমেত গাড়িটি নয়ানজুলিতে নেমে যায়। এই দুর্ঘটনায় বড়োসড়ো আঘাত পেয়েছে ২ কর্মরত সিভিক ভলেন্টিয়ার। প্রথমেই তাদের তমলুক জেলা হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। গাড়িটি নিজেদের হেফাজতে নিয়েছে নন্দকুমার থানার পুলিশ। গাড়ির চালক পলাতক। পুলিশের অনুমান গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকার জন্য এই ধরনের দুর্ঘটনা।
No comments:
Post a Comment