নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত ধর্মদাসবাড় প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নব নিযুক্ত DPSC Chairman জনাব হবিবুর রহমান কে বিশেষ সম্বর্ধনা জানানো হয়।
উক্ত দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: চিও রঞন মাইতি, বিমল মান্না,অর্পিতা গিরি,সুচেতা মাইতি,পুতুল পাহাড়ী,লুসি দাস,শেফালী ষরঙ্গী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক ড: চিও রঞন মাইতি জনাব হাবিবুর রহমান সাহেবের হাতে পুষ্প স্তবক তুলে উষ্ণ অভ্যর্থনা জানান।
No comments:
Post a Comment