নিউজ ফোর সাইড ডেস্ক :: কাঁথি নগরের তিন নম্বর ওয়ার্ডে গতকাল এক দুস্থ মানুষের বাড়ি পুড়ে যায়। ওই পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন ও উনাকে কিছু ত্রাণ সামগ্রী তুলে দিলেন কাঁথি নগরের সভাপতি বিদেশ বসু মাইতি ।
এছাড়াও উপস্থিত ছিলেন নগরের দুই জি .এস অতসী পন্ডা ও কৌশিক দাস। সেই সঙ্গে উপস্থিত ছিলেন নগরের সম্পাদিকা বৃথি দাস ও নগরের যুব সভাপতি জয়েশ ভৌমিক।উক্ত ব্যক্তির দুঃসময়ে পাশে দাড়ানোর জন্যে আগত শুভানুধযায়ীদের ধন্যবাদ জানান।
No comments:
Post a Comment