Breaking News

Translate

Wednesday, September 22, 2021

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রদ্ধাঞ্জলি জানাতে হাজির নন্দীগ্রামে,পাল্টা তৃণমূলও!

 নিউজ ফোর সাইড ডেস্ক :: ২০০৭ সালের নন্দীগ্রাম এ ভূমি আন্দোলনের অন্যতম নেতৃত্ব নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গংড়ার বাসিন্দা নিশিকান্ত মন্ডল ২০০৯ সালের আজকের দিনে আততায়ীর গুলিতে নিহত হন। আজকের দিনে গংড়া তে নিশিকান্ত মন্ডল এর মূর্তিতে শ্রদ্ধা জানাতে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম এর বিধায়ক শুভেন্দু অধিকারী।



২০০৯ সালের ২২ সেপ্টেম্বর। দুর্গাপুজোর আর দু’দিন বাকি, জমজমাট সোনাচূড়া মোড়। দোকানে দোকানে ভিড়। বাড়ি থেকে সবে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান নিশিকান্ত মন্ডল। আচমকা যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসে কয়েকজন। ভিড়েই মিশেছিল অনেকক্ষণ ধরে। গায়ে জড়ানো চাদরের ভেতর থেকে বের করল আগ্নেয়াস্ত্র, পরপর গুলি করল নিশিকান্ত মন্ডলকে। মাটিতে লুটিয়ে পড়লেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির দোর্দণ্ডপ্রতাপ নেতা। যেখানে তাঁর বাড়ি, সেই এলাকাতেই খুন হন তিনি।



সূত্রের খবর শুভেন্দু যাওয়ার কারণে একই জায়গায় বিকেলে তৃণমূলের তরফেও পালিত হবে শ্রদ্ধাঞ্জলি সভা

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919