নিউজ ফোর সাইড ডেস্ক :: কয়েক দিন আগে থেকে শুরু হয়ে ছিল একনা বৃষ্টি । যার ফলে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শনিবার পর্যন্ত আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের তথ্য জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত মায়ানমার উপকূলে অবস্থান করছে।
সেটি বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি বাংলা এবং উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে। আবার অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যার জেরে বৃষ্টি হবে পূর্ব মেদনীপুর দুই ২৪ পরগণা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে।
আজ আকাশ মেঘলা থাকলেও মাঝে মাঝে সূর্যের মুখ দেখা গেছে।রবিবার এবং সোমবার দক্ষিণ ২৪ পরগণা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে প্রচুর বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেইসঙ্গে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মত্স্যজীবীদের।
তবে আজ সব জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টি এমনকি বজ্রবিদ্যুত্-সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও দিন পাঁচেকের মধ্যে দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। এখনও কলকাতা শহর সহ বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এই পরিস্থিতিতে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সপ্তাহের শেষে। দুর্যোগের সাথে সাথে বাড়তে চলেছে দৈনন্দিন জীবনে ভোগান্তি।
No comments:
Post a Comment