Breaking News

Translate

Wednesday, September 22, 2021

মহিষালে বাজ পড়ে মৃত্যু হলো দুজনের আহত আরও দুই।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: বুধবার সকালে বাজ পড়ে মৃত্যু হলো দুজনের আহত আরও দুই। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার বাঁকা এলাকায়।মৃতদের নাম সমীর পাল( ৩২), বিশ্বনাথ ভূঁইয়া (২৯)। আহত হয়ে চিকিৎসাধিন রয়েছে মিলন ভূঁইয়া এবং সেখ ফারুক।


 জানাগিয়েছে, এদিন সকালে রুপনারায়ন নদীতে জাল নিয়ে মাছ ধরছিলো। সেই সময় বাজ পড়ে গুরুতর আহত হয় চারজন। পরে স্থানীয় মানুষের নজরে এলে দেখা যায় দুজনের মৃত্যু হয়ে আর দুজন আহত অবস্থায় পড়ে রয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মহিষাদল গ্রামীণ হাসপাতালে পরে তমলুক রেফার করা হয়।এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


অবহাওয়া দফতর থেকে অনেক আগেই জানানো হয়েছে এই বছর সবথেকে বেশি বাজ পড়বে।তাই সাধারন মানুষকে আগে থেকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন হাওয়া অফিস। প্রবল বজ্র পাত সহ বৃষ্টির সময় কাউকে বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছেন।তবুও সাধারন মানুষ তা উপেক্ষা করে বাইরে বেরোচ্ছেন যার পরিণতি হচ্ছে এইরকম মর্মান্তিক ঘটনা।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919