Breaking News

Translate

Saturday, September 11, 2021

সাবাজপুট গ্রাম পঞ্চায়েত ভাকসিনেশন ক্যাম্প,সামাজিক দূরত্ব ও মাস্ককে বুড়ো আঙুল।

 নিউজ ফোর সাইড ডেস্ক ::  আজ ১১ই সেপ্টেম্বর সকাল থেকে সবাজপুট ৬ নঃ গ্রাম পঞ্চায়েত চলছে কোভিড ভ্যাকসিন।বেশি দূরে যেতে হচ্ছেনা একেবারে দুয়ারে বসেছে ক্যাম্প।খুশি এলাকা বাসীরা।


অন্যদিকে হুড়োহুড়ি পড়েছে ভ্যাকসিনের লাইনে।নেই কোনো সামাজিক দূরত্ব নেই মুখে মাস্ক। কভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ক্যাম্প।


 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ১৮ বছরের ঊর্ধ্বে এবং ৪৫ বছরের ঊর্ধ্বে টিকা করন গত মাসের ১৫ তারিখ থেকে চলছে।সাস্থ্য দপ্তরের দায়িত্বে থাকা প্রতিনিধিরা এসে সমুহ ক্যাম্পটি তে সুস্থভাবে টিকা দিচ্ছেন।আগত  সাস্থ্য কর্মীরা পঞ্চায়েত প্রধান মহুয়া মাইতি ও রাধা গোবিন্দ মাইতিকে বিশেষ ভাবে সাধুবাদ জানান।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919