নিউজ ফোর সাইড ডেস্ক :: ফের নিম্নচাপের ভ্রুকুটি।হওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১০ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, এবং পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাত্ শনিবার সকালের মধ্যে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও, শনিবার দিনের বেলা থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাবে। প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুত্-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার।
আবার রবিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুতের সঙ্গে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।ভারী বৃষ্টি থেকে বাদ পড়েনি ঝাড়গ্রাম । আর বাকি জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলতে থাকবে। সোমবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে আপাতত দিনের তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ১১ সেপ্টেম্বর উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরেই ১২ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে উত্তর বঙ্গোপসাগরে যে হাওয়া বইবে তার বেগ ঘন্টায় ৪৫ কিমি ছাড়িয়ে যেতে পারে। সেই কারণে মত্স্যজীবীদের উদ্দেশে বলা হয়েছে ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।
No comments:
Post a Comment