নিউজ ফোর সাইড ডেস্ক :: NSQF এর শিক্ষক শিক্ষিকা ও ল্যাব কর্মীরা আজ কারিগরি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে।
টানা প্রায় ৮ বছর ধরে বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে এই সব ভোকেশনাল কর্মীরা।বিদ্যালয়ে কন্যাশ্রী থেকে শুরু করে মিড ডে মিলের কাজ ছাড়াও আরও নানান কাজ করতে হয় এই সব কর্মীদের । লক ডাউন চলা কালীনও অনলাইনে ক্লাস করছেন ছাত্র ছাত্রীদের নিয়ে।তবুও প্রবঞ্চনার শিকার এই সব শিক্ষক শিক্ষিকা ও ল্যাব কর্মীরা।কেউ কেউ চাকরি হারিয়ে বসছেন আবার কেউ কেউ বেশ কয়েক মাসের বেতন পাননি।সরকারি উচচবিদ্যালয়ের নবম শ্রেণী থেকে দাদ্বষ শ্রেণীর সিলেবাসে কারিগরি বিষয়ক বেশ কিছু বিষয়ে পাঠ দান করেন শিক্ষক শিক্ষিকারা তবুও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ল্যাব কর্মীরা।বেসরকারি কোম্পানীর মাধ্যমে পরিচালিত হয় এই স্কিম।তাই মাঝে মাঝে মানসিক চাপ ও কাজ কেড়ে নেওয়ার হুমকিও খেতে হয় উক্ত কর্মীদের।
এইসবের প্রতিবাদে বহুবার নেতা, মন্ত্রী, কারিগরি ভবন, বিকাশ ভবনে আবেদন ও অবস্থান বিক্ষোভ করেও তেমন কোনো সুরাহা হয়নি মেলেনি কোনো সদুত্তর মিলেছে কেবল মৌখিক প্রতিশ্রুতি। এরই প্রতিবাদে আজ শতাধিক শিক্ষক শিক্ষিকা ও ল্যাব কর্মীরা কারিগরি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে। তাঁরা এও বলেন কোম্পানি সরিয়ে সরকার সরাসরি তাদের ৬০ বছর পর্যন্ত স্থায়ী করন না করলে আগামীদিনে আরো বড়ো আন্দোলনে নামবেন।
No comments:
Post a Comment