নিউজ ফোর সাইড ডেস্ক :: নিজের বাড়িতে রাতে দিয়েছিলেন এক মাঝ বয়সী গরীব মধ্যবিত্ত বাড়ির ছেলে। পরের দিন তিনি হটাৎ হয়েগেল বিশাল বড়লোক।অবিশ্বাস্য হলেও এটাই সত্যি ঘটনা। কল্পনা তেও ভাবতে পারেননি এমন ঘটনা ঘটে যাবে।এখানেই মানতে হয় ভাগ্যে থাকলে কে আটকায়।
ঘটনাটি ঘটেছে খেজুরী বিধানসভার খেজুরী গ্রামের এক গরীব বাড়ির ছেলের।নাম শান্তনু মন্ডল,পিতার নাম-গোপাল মন্ডল, কাজের মধ্যে তিনি একটি কাজ করেছিলেন। তিনি শুধু ডিয়ার লটারি কেটে নিজের ভাগ্য যাচাই করেছিলেন। ভগবান তার সহায় হয়েছেন।তিনি ডিয়ার লটারী প্রতিযোগিতায় এক কোটি টাকার প্রথম পুরস্কার অর্জন করেন।
কথায় আছে যার কেউ নেই তার আছে ভগবান।বাড়ির সবাই আনন্দিত এবং হতবাক হয়ে পড়েছেন ছেলের লুকিয়ে লুকিয়ে টাকা জমিয়ে টিকিট কাটার আবেগ দেখে। তবে এত টাকা করবে কি? এই প্রশ্নের উত্তরে তার বক্তব্য আগামী দিনে এই টাকার কিছু অংশ দিয়ে সমাজের উন্নতি করতে পিছু পা হবেন না।
No comments:
Post a Comment