Breaking News

Translate

Saturday, August 14, 2021

বলিয়ারপুর মা সারদামণি সেবা সংঘের রক্তদান শিবির।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: বলিয়ারপুর মা সারদামণি সেবা সংঘের রক্তদান শিবির।

    পূর্ব মেদিনীপুর জেলার  কাঁথি ১ নম্বর ব্লকের নয়াপুট অঞ্চলে র বলিয়ারপুর মা সারদামণি সেবা সংঘের রক্তদান  শিবির অনুষ্ঠিত হয়। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ১৪ ই আগস্ট একটি রক্তদান  শিবিরএর আয়োজন করা হয়। 


উক্ত শিবিরের সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অফ কন্টাই দেশপ্রাণ। লায়ন্স ক্লাব এর পক্ষে উপস্থিত ছিলেন লায়ন্স প্রেসিডেন্ট ডঃ সুকুমার পানিগ্রাহী,সৌরভ মন্ডল, নারায়ন পয়ড়া,ডঃ সুমিত্র মাইতি, রূপক গিরি, অমিত কামিলা, তারাশঙ্কর পরিয়ালী, অসীম মাইতি. মনোজ কামিলা,সমাজসেবী শিক্ষক শ্যামল জানা, সংঘের পক্ষ থেকে সবাইকে উষ্ণ অভ্যর্থনা সহ সংবর্ধনা  দেওয়া হয়। সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন  চন্দন মন্ডল, গৌতম জানা,তাপস মাইতি, দীনেশ মন্ডল, বিষ্ণু পদ নায়ক প্রমূখ।


এদিন প্রায় ২০ জন মহিলা এবং প্রায় ৬০ জন পুরুষ সেচ্ছায় রক্ত দান করেন।রক্ত সংগ্রহ করেন লায়ন্স ক্লাব অব কলকাতা ব্লাড ব্যাংক। বর্তমান পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতেই এমন পদক্ষেপ নেয় এই সেচ্ছাসেবক সংস্থা। সংঘের পক্ষ থেকে আগত সবাইকে ধন্যবাদ জানায় সঞ্জীব জানা ও উত্তম মাইতি।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919