Breaking News

Translate

Thursday, August 12, 2021

কেন নেহেরুর কোর্টে লাল গোলাপ? ফাঁস হলো রহস্য!

 নিউজ ফোর সাইড ডেস্ক ::  ইতিহাস বলছে রাজনীতি হোক আর চলচ্চিত্র , সাংবাদিক হোক বা পরিচালক, সবাই সবার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট এই চলে।

প্রতিটা বিশিষ্ট ব্যক্তিদের কিছু বিশেষ ব্যক্তিত্ব থাকে ।তেমনই এখন হলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।



প্রধানমন্ত্রী নেহরু তাঁর কোটে সব সময় একটি গোলাপ রাখতেন। এ নিয়ে অনেকের একাধিক প্রশ্ন রয়েছে। যদিও কারও কারও ধারণা, গোলাপ নেহরুর প্রিয় ফুলের মধ্যে একটি ছিল। বর্তমানে ভারতের বিরোধী দল কংগ্রেস কিছুদিন আগে বিষয়টি পরিষ্কার ভাবে ব্যাখ্যা দিয়েছে। স্ত্রীর স্মরণে নেহরু প্রতিদিনই তাঁর কোটে একটি করে তাজা গোলাপ গুঁজে রাখতেন বলে কংগ্রেসের তরফ থেকে এমনই তথ্য শোনা গেছে।




৭ ফেব্রুয়ারি গোলাপ দিবসে ইনস্টাগ্রামে কংগ্রেসের অ্যাকাউন্টে নেহরুর একটি ছবিসহ পোস্টটি করা হয়।


এবং পরিস্কার ভাবে তাতে জানানো হয় যে 'পণ্ডিত জওহরলাল নেহরু স্ত্রী কমলা নেহরুর স্মরণে প্রতিদিন নিজের কোটে একটি তাজা গোলাপ গুঁজে রাখতেন। দীর্ঘদিন অসুস্থতার পর নেহেরুর স্ত্রী কমলা ১৯৩৮ সালে মারা যান।' তাই ভালোবাসা ও আবেগের কারণে এই বিশেষ দৃশ্য দেখা যেত।অন্যদিকে শিশুদের তিনি প্রচন্ড ভাবে ভালোবাসতেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919