Breaking News

Translate

Thursday, July 8, 2021

পূর্ব মেদিনীপুরে ডি এম অফিসে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোপ NSQF শিক্ষক ও ল্যাব আসিস্টেন্টদের।

নিউজ ফোর সাইড ডেস্ক ::  সাংবাদিকদের মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের  রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক।


আজ পূর্ব মেদিনীপুর জেলার ডি এম অফিসে পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের পক্ষথেকে  জেলাশাসকের কাছে এক ডেপুটেশন দেওয়া হয়। ওই পরিবারের লিখিত বক্তব্য দীর্ঘ দিনের অবহেলিত NSQF শিক্ষা ব্যবস্থা থেকে কোম্পানি বাদ দিয়ে সরকার সরাসরি শিক্ষক ও ল্যাব


আসিস্টন্টদের দায়িত্ব নিক।কারন কারণে অকারণে মাঝে মাঝে কোম্পানির কো অর্ডিনেটর এর হুমকি শুনতে হয় শিক্ষক ও ল্যাব কর্মীদের।স্কুলে এই সমস্ত বিষয় মেন সাবজেক্ট হিসেবে পরীক্ষা হয়।তবুও এই সমস্ত বিষয় পড়ানোর জন্যে নিযুক্ত শিক্ষক ও ল্যাব কর্মীরা কেনো বেসরকারি কোম্পানীর আয়তায় থাকবে? স্কুলের কন্যাশ্রী থেকে সুরুকরে মিড ডে মিল


ও অন্যান্য কাজ করা সত্বেও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই সমস্ত কর্মচারীরা।তাই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ও ৬০ বছর কর্মজীবন সুনিশ্চিত করতে সেই সঙ্গে কোম্পানির মারফত বাদ দিতে জেলাশাসকের কাছে তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে আজকের এই ডেপুটেশন।

https://www.facebook.com/421305605318396/posts/940289476753337/

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919