Breaking News

Translate

Friday, July 2, 2021

BRAKING ! ১৮ টি ট্রেনের পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেল।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: ১লা তারিখ থেকে কিছুটা হলেও বাস চলাচল শুরু হয়েছে।কিন্তু সবার লক্ষছিল ট্রেনের দিকে।সেই কথা মাথায় রেখে আগামী সপ্তাহ থেকে ১৮ টি স্পেশাল ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল। তবে সেই সমস্ত ট্রেনগুলি কেবলমাত্র বাংলার মধ্যেই চলাচল করবে। এর ফলে বহু নিত্যযাত্রীর কিছুটা হলেও স্বস্তি পাবেন ।লোকাল ট্রেন চালু করার এখনও কোনো খবর নেই।


একনজরে দেখে নিন সেই ১৮ টি ট্রেনের তালিকা -


১) ০২৩৮৪ আসানসোল-শিয়ালদহ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।


২) ০২৩৮৩ শিয়ালদহ-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।


৩) ০৩৫০২ আসানসোল-হলদিয়া : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।


৪) ০৩৫০১ হলদিয়া-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।


৫) ০৩৫০৬ আসানসোল-দিঘা : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)।




৬) ০৩৫০৫ দিঘা-আসানসোল : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)।


৭) ০৩৪২২ মালদহ টাউন-নবদ্বীপধাম : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।


৮) ০৩৪২১ নবদ্বীপধাম-মালদহ টাউন : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।


৯) ০৩১১৭ কলকাতা-লালগোলা : ৬ জুলাই থেকে চলাচল শুরু (মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার)।


১০) ০৩১১৮ লালগোলা-কলকাতা : ৭ জুলাই থেকে চলাচল শুরু (সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার)।


১১) ০৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।


১২) ০৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।


১৩) ০৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।


১৪) ০৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।


১৫) ০২৩৪৭ হাওড়া-রামপুরহাট : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।


১৬) ০২৩৪৮ রামপুরহাট-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।


১৭) ০৩০০১ হাওড়া-সিউড়ি : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।


১৮) ০৩০০২ সিউড়ি-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919